মশা Diptera বর্গের Culicidae গোত্রের পতঙ্গ। এই গোত্রের গুরুত্বপূর্ণ গণ Anopheles, Mansonia, Culex, Aedes, Psorophora ও Haemogogus। মশা ম্যালেরিয়া, গোদ, পীতজ্বর, ডেঙ্গু, ভাইরাসঘটিত এনসেফালিটিস ও কতিপয় চর্মরোগসহ বহু রোগজীবাণুর বাহক হিসেবেই বেশি পরিচিত।
বাদামী গাছফড়িং
সবুজ ধানের অন্যতম শত্রু বাদামী গাছফড়িং। এটি কারেন্ট পোকা নামেও পরিচিত।
ডিডিটি
ডিডিটি একটি গৃহস্থালী পরিষ্কারকরণে ব্যবহৃত রাসায়নিক যার পুরো নাম ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন।
সমন্বিত বালাই ব্যবস্থাপনা
পরিবেশকে দুষণমুক্ত রেখে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকা ও রোগ বালাইকে অর্থনৈতিক ক্ষতি সীমার নিচে রাখাকে আইপিএম বলে
ধানের হলুদ মাজরা পোকা
ধানের হলুদ মাজরা পোকা (Rice yellow stem borer) ধানের প্রধান শত্রু হিসেবে বিবেচ্য।