Advance Biology - প্রশ্ন ব্যাংক

এডভান্স বায়োলজি প্রাণিবিদ্যার সকল শাখার জন্যই আবশ্যকীয় বিষয়। বিষয়টি থেকে বিগত সালে আসা কিছু প্রশ্ন সহ সম্ভাব্য প্রশ্ন সমূহ এখানে উল্লেখ করা হলো। পড়ার সুবিধার্থে সংক্ষিপ্ত এবং বর্ননামূলক প্রশ্ন সমূহ অধ্যয় ভিত্তিক ক্রমানুসারে একত্রে সংযুক্ত করা হলো।

Biodiversity & Resource Conservation

প্রথম অধ্যয় -
  1. জীববৈচিত্রের সঙ্গা দাও।
  2. জীববৈচিত্রের স্তর সমূহ কি কি?
  3. বিভিন্ন প্রকার জীববৈচিত্রের বর্ননা দাও।
  4. জীববৈচিত্রের সংরক্ষন ও রক্ষনাবেক্ষন বলতে কি বুঝ?
  5. জীববৈচিত্র সংরক্ষনের বাস্তুতান্ত্রিক ও নান্দনিক গুরুত্ব লিখ।
  6. “মানব অস্তিত্বের জন্য জীববৈচিত্র্য আবশ্যক” - ব্যাখা কর।
  7. জীববৈচিত্র‌্য সংরক্ষনের পদক্ষেপ সমূহ লিখ।
  8. জীববৈচিত্র্য বিলুপ্তির কারনসমূহ লিখ।
দ্বিতীয় অধ্যয় -
  1. সম্পদ বলতে কি বুঝ?
  2. উদাহরন সহ সম্পদের শ্রেনীবিভাগ কর।
  3. নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের পার্থক্য লিখ।
  4. প্রাকৃতিক সম্পদের ক্রমঅবনতির কারনসমূহ আলোচনা কর।
  5. অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন কেন?
  6. সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
  7. প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
  8. নবায়নযোগ্য সম্পদের ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা কর।
  9. অনবায়নযোগ্য সম্পদের ব্যবস্থাপনা আলোচনা কর।
  10. টীকা - ১) নবায়নযোগ্য সম্পদ ২) সম্পদের সীমাবদ্ধতা
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যয় -
  1. প্রাকৃতিক সম্পদ ক্ষয়ের ফলে সৃষ্ট পরিনতি বর্ননা কর।
  2. বাংলাদেশের জীববৈচিত্র্য অবক্ষয়ের বিদেশী প্রজাতির প্রভাব আলোচনা কর।
  3. “পরিবেশ দূষন জীববৈচিত্র্য বিপন্ন করে” ব্যাখা কর। 
  4. “বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য তাৎপরযপূর্ন কেন?
  5. বিশ্ব উষ্ণায়নের কারনে সৃষ্ট জলবায়ুগত পরিবর্তনগুলো আলোচনা কর।
  6. Ecosystem সংরক্ষন বলতে কি বুঝ?
  7. স্থানীয় পরিবেশ সংরক্ষনের কৌশল বর্ননা কর?
  8. পরিবেশ রক্ষায় গৃহীত দেশীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ সমূহ লিখ।
  9. ওজোনস্তর ক্ষয়ের কারনগুলো লিখ।
টীকা -
  1. পরিবেশ এর উপর মানব ক্রিয়া কলাপের প্রভাব
  2. সম্পদের সীমাবদ্ধতা
  3. স্থানীয় পরিবেশ সংরক্ষন
  4. Crop genetic Resources
  5. বিশ্ব উষ্ণায়ন
সপ্তম অধ্যয় -
  1. Ex-situ ও In-situ সংরক্ষন বলতে কি বুঝ? Ex-situ ও In-situ সংরক্ষন এর মধ্যে পার্থক্য লিখ।
  2. বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন প্রকার In-situ পদ্ধতি বর্ননা কর।
  3.  বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পদ সংরক্ষন ব্যবস্থাপনার Ex-situ ও In-situ সংরক্ষনের মধ্যে কোনটি অধিক কারযকরী।
  4. পরিবেশ নীতি বলতে কি বুঝ?
  5. বাংলাদেশ সরকারের পরিবেশ সংরক্ষন নীতিমালা লিখ।
  6. জীববৈচিত্র‌্য সংরক্ষনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এদের কার্াবলি লিখ।
  7. পরিবেশ সংরক্ষনে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যগ বর্ননা কর।
  8. পরিবেশ সংরক্ষনে প্রয়োজনীয় পদক্ষেপ লিখ।
  9. আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষন নীতিমালা কিভাবে বাস্তবায়ন করা হয়?
  10. সম্পদ সংরক্ষনের ধারনা সম্পর্কে লিখ।
  11. সম্পদ সংরক্ষন ও ব্যবস্থাপনার জন্য কি কৌশল নেওয়া উচিত?
  12. ধরিত্রী সম্মেলন কি?
  13. ধরিত্রী সম্মেলনের নীতিমালা অনুসারে জীববৈচিত্র‌্য সংরক্ষনের ১০ টি নীতি বর্ননা কর।
  14. Hot spot বা চরম প্রাচুর্ অঞ্চল কি?
  15. CIF Report অনুসারে ১০ টি Hotspot এর নাম লিখ।
  16. জীব বৈচিত্র‌্য সমৃদ্ধ দেশ সমূহের নাম লিখ।
  17. বাংলাদেশে মেরুদন্ডী প্রানীর জীববৈচিত্র্য বর্ননা কর।
  18. Red book data কি? Vavilow Centre কি?
  19. Agro Forestry বলতে কি বুুঝ?
  20. প্রবাল কি? প্রবাল প্রাচীর বলতে কি বুঝ?
  21. বাংলাদেশের প্রবালদ্বীপের নাম লিখ।
  22. বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সম্পর্কে লিখ।
  23. সেন্টমার্টিনের সম্পদ ব্যবস্থাপনার উপায় লিখ।
  24. ঝালর, প্রতিবন্ধকতা ও অ্যাটল প্রবাল প্রাচীরের মধ্যে পর্থক্য লিখ।
  25. Tropical Rain forest এর বৈশিষ্ট্য লিখ।
  26. Mangrove forest কাকে বলে? একটি Mangrove forest সম্পর্কে লিখ।
  27. Mangrove forest এর জীব বৈচিত্র্য সম্পর্কে লিখ।
  28. Mangrove forest সংরক্ষনে সরকারের গৃহীত ব্যবস্থাপনা লিখ।
  29. উদাহরন সহ সংগা লিখ: ১) মহাবিপন্ন ২) বিপন্ন ৩) শঙ্কাগ্রস্থ
  30. বাংলাদেশে বন্যপ্রানী বিলুপ্তির কারন লিখ।
টিকা -
  1. Ex-situ ও In-situ সংরক্ষন
  2. IUCN
  3. CITES
  4. Rio convention
  5. ধরিত্রী সম্মেলন
  6. Hot Spot
  7. মৃত্তিকা সংরক্ষন
  8. অভয়ারন্য
  9. Eco park
  10. Safari Park
  11. Seed Bank
  12. প্রবাল দ্বীপ
  13. Saint Matin's Island
  14. চিরহরিৎ বৃষ্টি অরন্য
  15. Rain forest
  16. Mangrove forest
  17. ব্যঘ্র প্রকল্প
Human Ecology

প্রথম অধ্যয় -
  1. Human Race কি? Race এর সংগা দাও।
  2. Human Race এর শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ন দৈহিক বৈশিষ্ট্যের বর্ননা কর।
  3. পৃথিবীর বিভিন্ন ধরনের Human Race এর ব্যহ্যিক বৈশিষ্ট্য, বিসতৃতি বর্ননা কর।
  4. Human Race এর ভৌগলিক শ্রেণীবিন্যাস কর।
  5. Human Race এর ধরনগুলো লিখ।
  6. Type ও Race এর পার্থক্য লিখ।
  7. টীকা - রেস মতবাদ
দ্বিতীয় অধ্যয় -
  1. মহাজাতিকে সংগায়িত কর।
  2. Polytypic প্রজাতি বলতে কি বুঝ?
  3. মানবজাতি এক ধরনের Polytypic Species ব্যাখা কর।
  4. মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য সমূহ লিখ।
  5. বাংলাদেশের মানবগোষ্ঠীর উপর মন্তব্য কর।
  6. মানুষের শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর পরিবেশের প্রভাব বর্ননা কর।
  7. মানব স্নায়ুতন্ত্রের সংগা দাও।
  8. প্রযুক্তিগত উন্নয়ন কিভাবে মানব বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলে?
  9. পরিবেশের উপর বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের প্রভাব লিখ।
  10. মানুষ গরিলা থেকে ভিন্ন কেন?
  11. মঙ্গোলয়েড ও বুশম্যান Race এর বৈশিষ্ট্য ও বিস্তৃতি লিখ।
  12. টীকা
    ১) মঙ্গোলয়েড Race
    2) ফেরেল মানব
    ৩) নিয়ানডার্থাল মানব
    ৪) বুশম্যান
    ৫) সাওতাল
    ৬) বাংলাদেশের ১ টি উপজাতি
তৃতীয় অধ্যয় -
  1. কৃষি বিপ্লব কি?
  2. শিল্প বিপ্লব এর পটভূমি, উন্নয়ন ও ফলাফল বর্ননা কর।
  3. টিকা - শিল্প বিপ্লব
  4. সবুজ বিপ্লব কি? এর ফলাফল বর্ননা কর।
চতুর্থ অধ্যয় -
  1. মানুষের মূল্যবোধে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের প্রভাব আলোচনা কর।
Population Ecology
  1.  Population Ecology কাকে বলে? 
  2. জনসংখ্যা বলতে কি বুঝ?
  3.  জনতার গঠনে বিচ্ছিন্নতা ও আঞ্চলিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখ।
  4. জনসংখ্যা বৃদ্ধিতে প্রযুক্তগত উন্নয়নের সম্ভাব্য প্রভাব বর্ননা কর।
  5. ঘনত্ব স্বাধীন ও ঘনত্ব নির্ভর উপাদান কাকে বলে?
  6. ঘনত্ব স্বাপেক্ষ ও ঘনত্ব নিরপেক্ষ নিয়ামক গুলোর বর্ননা দাও।
  7. জনসংখ্যার ঘনত্ব ও বিস্তৃতি সম্পর্কে লিখ।
  8. জনসংখ্যার বংসের বিস্তৃতি লিখ।
  9. টীকা -
    ১) জনসংখ্যার বিস্ফোরন
    ২) বয়স বিস্তৃতি
    ৩) মৃত্যুহার
  10. মৃত্যুহার বলতে কি বুঝ?
  11. জনগোষ্ঠীতে মৃত্যুহারের প্রভাব বর্ননা কর।
  12. ধারন ক্ষমতা বলতে কি বুঝ?
  13. জনসংখ্যা বৃদ্ধির ধরন বর্ননা কর।
  14. জনসংখ্যা বৃদ্ধির 'S' আকৃতির ধরন ব্যাখা কর
  15.  জনসংখ্যা বৃদ্ধির লজিস্টিক মডেল বর্ননা কর
  16. জনসংখ্যা বৃদ্ধির 'S' ও 'J' আকৃতি বলতে কি বুঝ?
  17. Population এর বিভিন্ন প্রকার আন্ত:প্রজাতিক প্রতিক্রিয়া বর্ননা কর।
  18. প্রতিযোগিতা কি?
  19. প্রতিযোগিতা কিভাবে নির্ধারন করা হয়?
  20. টীকা - খাদক
  21. সংগা - Co-existence
  22. উদ্ধিদ ও উদ্ভিদভোজীর সম্পর্ক লিখ।
  23. জীবন সারণী বলতে কি বুঝ?
  24. উদাহরনসহ প্রকারভেদ বর্ননা কর।
Genetic Ecology
  1. Genetic Ecology কি? Genetic Ecology এর গুরুত্ব লিখ।
  2. টীকা - Genetic Variation
  3. Variation সৃষ্টিতে ব্যহ্যিক বৈশিষ্ট্যের ভূমিকা লিখ।
  4. Isolation বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার Isolation এর বর্ননা দাও।
  5. প্রকরন কি? বিভিন্ন প্রকার প্রকরন এর বর্ননা দাও।
  6. নতুন প্রজাতি সৃষ্টিতে প্রকরন এর ভূমিকা লিখ।
  7. অন্ত:রন কি? বিভিন্ন প্রকার অন্তরন এর বর্ননা দাও।
  8. টীকা -
    ১) বংশানুসৃত মৃত্যু
    ২) Crop-genetic Resources
    ৩) Recundity & Partility
  9. Eco-type কি? Eco-type এর প্রকারভেদ বর্ননা কর।
  10. Eco-type এর গুরুত্ব লিখ।
  11. ক্লাইনস বলতে কি বুঝ?

*** এই ওয়েবসাইটে গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর সংযোজন করার কাজ চলছে। আপনিও এতে অংশ নিতে পারেন। অংশ নিতে লেখকদের সাথে যোগাযোগ করতে পারেন। অন্যান্য অধ্যয় এর সাজেশান ও সম্ভাব্য প্রশ্নের তালিকা দেখতে এই পাতা দেখতে পারেন।