আমাদের উদ্দেশ্য

কীটতত্ত্ব বা কীটবিজ্ঞান বা কীটবিদ্যা; (ইংরেজি: Entomology) প্রাণীবিজ্ঞানের ফলিত শাখা যেখানে কীট বা পোকা সম্পর্কিত যাবতীয় বিষয়সমুহ বৈজ্ঞানিক উপায়ে আলোচনা করা হয়। বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানেই শাখাটি চালু আছে।

তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হাতে গোনা কয়েকটি মাত্র কলেজের মাস্টার্স কোর্স এ কীটতত্ত্ব বিষয়টি নিয়ে অধ্যায়নের সুযোগ রয়েছে। ফলে কীটতত্ব বিষয়ক নোট বা বইসমূহ বাজারে বেশ বিরল।

আমাদের প্রধান উদ্দেশ্য হলো কীটতত্ত্ব বিষয়ক বিভিন্ন বাংলা কন্টেন্ট এর সমৃদ্ধি ঘটানো। যাতে করে এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বেশি পরিমানে বিস্তারিত পড়াশোনা করতে পারে।