Insect Morphology - প্রশ্ন ব্যাংক

কীট অঙ্গসংস্থানবিদ্যায় মূলত কীট পতঙ্গের আকার, আয়তন, অঙ্গপ্রত্যঙ্গের বাহ্যিক অবস্থান ও গঠন সম্বন্ধে আলোচনা করা হয়। প্রশ্নের ধরন অনুসারে এখানে সেট আকারে প্রশ্ন সমূহ সাজিয়ে লিখা হলো। আশা করি এতে করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে সুবিধা হবে।

Set A:
  1. পতঙ্গের ত্বক উদ্ভুত অঙ্গ সমূহের নাম লিখ।
  2. কিউটিকল কি? কীটপতঙ্গের কিউটিকলের গঠন বর্ননা কর।
  3. কিউটিকলের রাসায়নিক উপাদান লিখ।
  4. কার্যাবলিসহ পতঙ্গের কিউটিকল থেকে উদভুত অঙ্গাদির বিবরন দাও।
  5. কিউটিকল ও ইনোসাইটের কাজ লিখ।
  6. টীকা - কিউটিকল
Set - B:
  1. পতঙ্গের মস্তক কত প্রকার? পতঙ্গের বিভিন্ন প্রকার মস্তকের বর্ননা দাও।
  2. পতঙ্গের মস্তকের খন্ডায়ন সম্পর্কে মতবাদ গুলো ব্যাখা কর।
  3. সূচার কি? পতঙ্গের মস্তকে প্রধান সূচার গুলো কি কি ?
  4. সূচার দ্বারা আবৃত অঙ্গগুলোর বর্ননা দাও।
  5. পতঙ্গে সূচারের গুরুত্ব লিখ।
  6. উপাঙ্গের সংগা দাও।
  7. একটি আদর্শ শুঙ্গের বর্ননা দাও।
  8. পতঙ্গের বিভিন্ন প্রকার Antena'র বর্ননা দাও।
  9. পতঙ্গের বিভিন্ন প্রকার Antena'র কাজ লিখ।

4 comments:

  1. আপনারা শুধু প্রশ্ন লিখছেন উত্তর দেন নাই ক্যানো

    ReplyDelete
    Replies
    1. উত্তর গুলো ধীরে ধীরে সংযোজন করার চেষ্টা করছি। কিছু উত্তর সংযোজন করা হয়েছে। আরো আসছে সামনে।

      Delete
  2. উত্তর থাকলে আরো উপকৃত হতাম

    ReplyDelete
    Replies
    1. সবগুলোরই উত্তর যুক্ত করার ইচ্ছা আছে। জানিনা কবে নাগাদ সব কিছু ফ্রি পাবলিশ করতে পারবো। তবে ইচ্ছা আছে। ধন্যবাদ মন্তব্যের জন্য

      Delete