পৃথিবীতে যে কত বৈচিত্রময় প্রাণী রয়েছে তার কোন ইয়ত্তা নেই। আর এদের ক'টি সম্পর্কেই বা আমরা জানি। তবে, প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব আর্থোপােড়ার Arthropoda) অন্তর্গত ইনসেক্ট (Insecta) শ্রেণীর প্রাণীসমূহ সবচেয়ে বৈচিত্রময় এবং উন্নত। সমগ্র প্রাণীজগতের প্রায় তিন চতুর্থাংশ (3/4) প্রাণই পতঙ্গ (Insect) শ্রেণীর অন্তর্ভূক্ত।
বাদামী গাছফড়িং
সবুজ ধানের অন্যতম শত্রু বাদামী গাছফড়িং। এটি কারেন্ট পোকা নামেও পরিচিত।
ডিডিটি
ডিডিটি একটি গৃহস্থালী পরিষ্কারকরণে ব্যবহৃত রাসায়নিক যার পুরো নাম ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন।
সমন্বিত বালাই ব্যবস্থাপনা
পরিবেশকে দুষণমুক্ত রেখে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকা ও রোগ বালাইকে অর্থনৈতিক ক্ষতি সীমার নিচে রাখাকে আইপিএম বলে
ধানের হলুদ মাজরা পোকা
ধানের হলুদ মাজরা পোকা (Rice yellow stem borer) ধানের প্রধান শত্রু হিসেবে বিবেচ্য।
Saturday, November 5, 2022
পতঙ্গের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো
যে কোন প্রাণীর উৎপত্তি ও বিবর্তন সবসময়ই অতীত প্রমানাদি ও তথ্যের উপর নির্ভরশীল। এক্ষেত্রে জীবাশ ও সমকালীন সম্পর্কযুক্ত প্রাণীসমূহের সঙ্গে মিল ও মমিলই সবচেয়ে নির্ভরযােগ্য সূত্র হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু পতঙ্গের জীবাশ্মগুলো থেকে প্রাপ্ত তথ্যাদি তেমন সুস্পষ্ট নয়। তাই পতঙ্গের পূর্বসূরী সনাক্তকরণের ক্ষেত্রে বিজ্ঞানীরা প্রধানত অঙ্গসংস্থানিক, প্রত্নতাত্ত্বিক এবং ভ্ৰণতাত্ত্বিক প্রমানাদির উপর নির্ভর করে থাকেন।