Saturday, November 5, 2022

কীভাবে পতঙ্গের শ্রেণিবিন্যাস করবে?

পৃথিবীতে যে কত বৈচিত্রময় প্রাণী রয়েছে তার কোন ইয়ত্তা নেই। আর এদের ক'টি সম্পর্কেই বা আমরা জানি। তবে, প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব আর্থোপােড়ার Arthropoda) অন্তর্গত ইনসেক্ট (Insecta) শ্রেণীর প্রাণীসমূহ সবচেয়ে বৈচিত্রময় এবং উন্নত। সমগ্র প্রাণীজগতের প্রায় তিন চতুর্থাংশ (3/4) প্রাণই পতঙ্গ (Insect) শ্রেণীর অন্তর্ভূক্ত।

লিনিয়াস (Linneus) সর্বপ্রথম ১৭৫৮ সালে পতঙ্গের শ্রেণীর নাম দেন ইনসেকটা (insecta)। Lensenmaier (১৯৭২)-এর মতে আজ পর্যন্ত ১০ লক্ষ প্রজাতির কীটপতঙ্গের বর্ণনা পাওয়া যায়। এদের সংখ্যা প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে। প্রাণিজগতে এই বিপুল সংখ্যক পতঙ্গের শ্রেণীবিন্যাস করতে যারা প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন, তাদের মধ্যে ব্রয়ার (Brauer, 1885), বরনার (Borner, 1904), হ্যান্ডলাসক (Handlirsch, 1908), উইলসন ও ডােনার (Wilson and Doner, 1937), মাটিনত (Martynov, 1938), জিনেল (Jeannel, 1949), ব্রুস, মিলানডার এবং কারপেনটার (Brues, Melander and Carpenter, 1954)এর নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।


কীটপতঙ্গের শ্রেণীবিন্যাস নিয়ে যথেষ্ট মতভেদ থাকা সত্বেও ইনসেক্টা শ্রেণীর দুটি উপশ্রেণী যথাক্রমে- এ্যটেরিগােটা (Apterygota) এবং টেরিগােটা (Pterygota) সর্বজন স্বীকত। ইনসেক্টা শ্রেণীর ৩০টি বর্গের স্বীকৃতি থাকলেও Richards and Davies (1977) অনুমােদিত ২৯টি বর্গের মধ্যে প্রথম ৪টি এ্যাটেরিগােটা বা অপক্ষল কীটপতঙ্গ এবং অবশিষ্ট ২৫টি টেরিগােটা বা পক্ষল কীটপতঙ্গ। Exopterygota (বহিঃপক্ষল কীটপতঙ্গ) এবং Endopterygota (অন্তঃপক্ষল কীটপতঙ্গ) টেরিগােটা উপশ্রেণীর দুটি বিভাগ (Division)। নিম্নে রিচার্ডস এবং ডেভিস (১৯৭৭) প্রদত্ত ইনসেক্ট শ্রেণী, এর উপশ্রেণী ও বিভাগের বৈশিষ্ট্যসমূহ উল্লেখপূর্বক বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাসের ছক প্রদত্ত হলাে ঃ

২.১ পতঙ্গের শ্রেণীবিন্যাসের ভিত্তি 

১। ডানার উপস্থিতি বা অনুপস্থিতি এবং ডানার উৎপত্তির ধরণ।। 

২। ডানার শিরাবিন্যাস। 

৩। এ্যান্টিনার ধরণ ও খন্ডায়ন। 

৪। পদের ধরণ।। 

৫। দৈহিক বৃদ্ধিতে রূপান্তরের ধরণ বা প্রকৃতি।

0 comments:

Post a Comment