Adephaga | Polyphaga |
---|---|
১. পিছনের পায়ের Coxa'র গর্ত উদরের ১ম থন্ড বিভক্ত করে। | ১. পিছনের পায়ের Coxa'র গর্ত উদরের ১ম থন্ড বিভক্ত করে না। |
২. পিছনের ডানায় media এবং cubitur শিরাদ্বয় একে অপরের সাথে যুক্ত। | ২. পিছনের ডানায় যুক্তকারী শিরা নেই। |
৩. অগ্রবক্ষে প্লুরায় সীবন আছে। | ৩. অগ্রবক্ষে প্লুরায় সীবন স্পষ্ট নয়। |
৪. লার্ভার বক্ষদেশে পায়ের টারগাসে দুটি নখর আছে। | ৪. লার্ভার বক্ষদেশে পায়ের টারগাসে একটি নখর আছে। |
৫. টারগাস ৬ থন্ড বিশিষ্ট। | ৫. টারগাসে খন্ডের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। |
৬. অ্যান্টেনা সাধারনত filiform ধরনের। | ৬. অ্যান্টেনা বিভিন্ন ধরনের। |
Sunday, April 26, 2020
Adephaga ও Polyphaga এর মধ্যে পার্থক্য
Coleoptera বর্গকে প্রধানত Adephaga ও Polyphaga নামক দুটি অধঃবর্গে বিভক্ত করা হয়েছে। এই অধঃবর্গ দুটির মধ্যে প্রধান প্রধান পার্থক্য সমূহ নিম্নরূপ:
0 comments:
Post a Comment