Sunday, April 26, 2020

Adephaga ও Polyphaga এর মধ্যে পার্থক্য

Coleoptera বর্গকে প্রধানত Adephaga ও Polyphaga নামক দুটি অধঃবর্গে বিভক্ত করা হয়েছে। এই অধঃবর্গ দুটির মধ্যে প্রধান প্রধান পার্থক্য সমূহ নিম্নরূপ:


Adephaga Polyphaga
১. পিছনের পায়ের Coxa'র গর্ত উদরের ১ম থন্ড বিভক্ত করে। ১. পিছনের পায়ের Coxa'র গর্ত উদরের ১ম থন্ড বিভক্ত করে না।
২. পিছনের ডানায় media এবং cubitur শিরাদ্বয় একে অপরের সাথে যুক্ত। ২. পিছনের ডানায় যুক্তকারী শিরা নেই।
৩. অগ্রবক্ষে প্লুরায় সীবন আছে। ৩. অগ্রবক্ষে প্লুরায় সীবন স্পষ্ট নয়।
৪. লার্ভার বক্ষদেশে পায়ের টারগাসে দুটি নখর আছে। ৪. লার্ভার বক্ষদেশে পায়ের টারগাসে একটি নখর আছে।
৫. টারগাস ৬ থন্ড বিশিষ্ট। ৫. টারগাসে খন্ডের সংখ্যা অপেক্ষাকৃত বেশি।
৬. অ্যান্টেনা সাধারনত filiform ধরনের। ৬. অ্যান্টেনা বিভিন্ন ধরনের।

0 comments:

Post a Comment