Beetle এবং Weevil এর মধ্য পার্থক্য প্রায় পরীক্ষাতেই আসে। ট্যাক্সনমি এর এই প্রশ্নটি তাই গুরুত্ব সহকারে পড়া দরকার।
নিম্নে Beetle এবং Weevil এর মধ্য পার্থক্য উল্লেখ করা হলো:
Beetle | Weevil |
---|---|
১. এদের মস্তক এবং রোস্ট্রাম গোলাকার এবং লম্বা ঠোঁট অনুপস্থিত। | ১. মস্তক খন্ডের অগ্রভাগে সামনের দিকে বর্ধিত হয়ে লম্বা ঠোঁট বা শুঁড় গঠন করে। |
২. মুখোপাঙ্গ মস্তকের সাথে অবস্থিত। | ২. মুখোপাঙ্গ মস্তক থেকে বেশ দূরে শুঁড়ের অগ্রভাগে অবস্থিত। |
৩. এই ধরনের পূর্নাঙ্গ পোকা শক্ত mandible দিয়ে খাবার কামড়ে খায়। | ৩. এরা শূঁড়ের সাহায্যে খাদ্য কুঁড়ে কুঁড়ে খায়। |
৪. একটা gular suture থাকে। | ৪. দুইটা gular suture থাকে। |
৫. Palpf rigid ধরনের | ৫. Palpf rigid ধরনের নয় |
৬. দেহের আকৃতি গোলাকার | ৬. দেহের আকৃতি লম্বা |
৭. উদাহরন: Cocomdella | ৭. উদাহরন: Sitophilus |
![]() |
![]() |
0 comments:
Post a Comment