Sunday, April 26, 2020

Beetle এবং Weevil এর মধ্য পার্থক্য


Beetle এবং Weevil এর মধ্য পার্থক্য প্রায় পরীক্ষাতেই আসে। ট্যাক্সনমি এর এই প্রশ্নটি তাই গুরুত্ব সহকারে পড়া দরকার।

নিম্নে Beetle এবং Weevil এর মধ্য পার্থক্য উল্লেখ করা হলো:

Beetle Weevil
১. এদের মস্তক এবং রোস্ট্রাম গোলাকার এবং লম্বা ঠোঁট অনুপস্থিত। ১. মস্তক খন্ডের অগ্রভাগে সামনের দিকে বর্ধিত হয়ে লম্বা ঠোঁট বা শুঁড় গঠন করে।
২. মুখোপাঙ্গ মস্তকের সাথে অবস্থিত। ২. মুখোপাঙ্গ মস্তক থেকে বেশ দূরে শুঁড়ের অগ্রভাগে অবস্থিত।
৩. এই ধরনের পূর্নাঙ্গ পোকা শক্ত mandible দিয়ে খাবার কামড়ে খায়। ৩. এরা শূঁড়ের সাহায্যে খাদ্য কুঁড়ে কুঁড়ে খায়।
৪. একটা gular suture থাকে। ৪. দুইটা gular suture থাকে।
৫. Palpf rigid ধরনের ৫. Palpf rigid ধরনের নয়
৬. দেহের আকৃতি গোলাকার ৬. দেহের আকৃতি লম্বা
৭. উদাহরন: Cocomdella ৭. উদাহরন: Sitophilus
Beetle Weevil

0 comments:

Post a Comment