Saturday, April 25, 2020

Apterygota ও Pterygota এর মধ্যে পার্থক্য

Apterygota ও Pterygota এর মধ্যে পার্থক্য ট্যাক্সনমি এর গুরুত্বপূ্র্ন একটি প্রশ্ন। এই উত্তরের আরো যেসব প্রশ্ন হতে পারে তার মধ্যে আছে;

* পার্থক্য লিখ: Apterygota ও Pterygota
* Apterygota এবং Pterygota এর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যসমূহ বর্ননা করো
* এ্যাটেরিগোটা এবং টেরিগোটা এর মধ্যে পার্থক্য কি?


উত্তর:

Apterygota: Apterygota বলতে ক্ষুদ্র, চঞ্চল পোকামাকড়ের একটি উপশ্রেণীকে বোঝায় যা বিবর্তনের ফলে তাদের ডানাগুলির অভাবে অন্যান্য কীটপতঙ্গ থেকে পৃথক; যেমন সিলফারফিশ।

Pterygota: Pterygota মূলত insect এর একটি সাবক্লাস যা ডানাযুক্ত পোকামাকড়কে বোঝায়। এটিতে দ্বিতীয় ডানা বিহীন একটি  অর্ডারও রয়েছে।

নিম্নে Apterygota ও Pterygota এর মধ্যে পার্থক্য সমূহ উল্লেখ করা হলো:
Apterygota Pterygota
১. এই sub-class এর অন্তর্ভুক্ত পতঙ্গের ডানা নেই। ১. এদের ডানা আছে।
২. রুপান্তর হয়না। হলেও সামান্য। ২. কোন কোন ক্ষেত্রে খুব অল্প রুপান্তর হয়; আবার কিছু ক্ষেত্রে রুপান্তর হয় না।
৩. পূর্নাঙ্গ অবস্থায় জনন-অঙ্গের সামনে এক বা একাধিক জোড়া উপাঙ্গ আছে। ৩. পূর্নাঙ্গ পতঙ্গের উদরে জনন অঙ্গের সামনে কোন উপাঙ্গ নেই।
৪. চোয়াল মস্তক খন্ডের সাথে এক জায়গায় আটকানো থাকে। ৪. পূর্নাঙ্গ অবস্থায় মস্তক চোয়াল মস্তক খন্ডের সাথে দুই জায়গায় আটকানো থাকে।
৫. যৌন পরিপক্কতা লাভের পর খোলস ত্যাগ করে। ৫. যৌন পরিপক্ক পতঙ্গ খোলস ত্যাগ করে না।
৬. এদের পুঞ্জাক্ষি থাকে না। ৬. এদের পুঞ্জাক্ষি থাকে এবং সুগঠিত।

0 comments:

Post a Comment