* পার্থক্য লিখ: Apterygota ও Pterygota
* Apterygota এবং Pterygota এর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্যসমূহ বর্ননা করো
* এ্যাটেরিগোটা এবং টেরিগোটা এর মধ্যে পার্থক্য কি?
উত্তর:
Apterygota: Apterygota বলতে ক্ষুদ্র, চঞ্চল পোকামাকড়ের একটি উপশ্রেণীকে বোঝায় যা বিবর্তনের ফলে তাদের ডানাগুলির অভাবে অন্যান্য কীটপতঙ্গ থেকে পৃথক; যেমন সিলফারফিশ।
Pterygota: Pterygota মূলত insect এর একটি সাবক্লাস যা ডানাযুক্ত পোকামাকড়কে বোঝায়। এটিতে দ্বিতীয় ডানা বিহীন একটি অর্ডারও রয়েছে।
নিম্নে Apterygota ও Pterygota এর মধ্যে পার্থক্য সমূহ উল্লেখ করা হলো:
Apterygota | Pterygota |
---|---|
১. এই sub-class এর অন্তর্ভুক্ত পতঙ্গের ডানা নেই। | ১. এদের ডানা আছে। |
২. রুপান্তর হয়না। হলেও সামান্য। | ২. কোন কোন ক্ষেত্রে খুব অল্প রুপান্তর হয়; আবার কিছু ক্ষেত্রে রুপান্তর হয় না। |
৩. পূর্নাঙ্গ অবস্থায় জনন-অঙ্গের সামনে এক বা একাধিক জোড়া উপাঙ্গ আছে। | ৩. পূর্নাঙ্গ পতঙ্গের উদরে জনন অঙ্গের সামনে কোন উপাঙ্গ নেই। |
৪. চোয়াল মস্তক খন্ডের সাথে এক জায়গায় আটকানো থাকে। | ৪. পূর্নাঙ্গ অবস্থায় মস্তক চোয়াল মস্তক খন্ডের সাথে দুই জায়গায় আটকানো থাকে। |
৫. যৌন পরিপক্কতা লাভের পর খোলস ত্যাগ করে। | ৫. যৌন পরিপক্ক পতঙ্গ খোলস ত্যাগ করে না। |
৬. এদের পুঞ্জাক্ষি থাকে না। | ৬. এদের পুঞ্জাক্ষি থাকে এবং সুগঠিত। |
0 comments:
Post a Comment