Friday, July 3, 2020

মৌমাছির সামাজিক সংগঠন বলতে কি বুঝ?

মৌমাছির সামাজিক সংগঠন (Social Behaviour of Honey Bees): মৌমাছি সমাজবদ্ধ প্রাণী এদের অসামান্য পরিশ্রম করার ক্ষমতা, আত্মত্যাগ, সংহতি, সহনশীলতা ও শ্রম বণ্টন বিশেষভাবে উল্লেখযােগ্য। বসবাসের উদ্দেশ্যে এরা দেহ নিঃসৃত মােম দ্বারা মৌচক (hive) তৈরি করে যা সচরাচর গাছের ডালে, ঘরের পেছনে এবং কুঠুরীতে দেখা যায়। এই মৌমাছি মানব সমাজের পরম বন্ধু। এদের জমা করা মধু মােম আমাদের অত্যাবশ্যক ব্যবহার উপাদান। এমন কি এরা পরাগায়নেও সহায়তা করে।

মৌমাছির উপনিবেশ (Bee colony): মৌমাছিরা একটি সমাজবদ্ধ প্রাণী। এদের উপনিবেশে একটি অত্যন্ত উন্নত শ্রমবণ্টন নীতি পরিলক্ষিত হয়। প্রায় ৪০-৫০ হাজার মৌমাছি সমন্বিত এক একটি উপনিবেশে একটি রাণী (queen), কয়েকশত হতে হাজার পুরুষ বা ড্রোন (drone) এবং অবশিষ্ট বিপুল সংখ্যক কর্মী (worker) মৌমাছি থাকে।


এ সম্পর্কিত আরো প্রশ্ন হতে পারে যেমন:
  • মৌমাছির উপনিবেশ আলোচনা করো
  • মৌমাছির শ্রম বণ্টন সম্বন্ধে কি বুঝ?

0 comments:

Post a Comment