"Territory as the area in which a male, ready to mate, a waits a female or an area to be used for oviposition."
অর্থাৎ, Territory হচ্ছে একটি অঞ্চল যাতে একটি পুরুষ Mating-এর জন্য তৈরি থাকে, একটি স্ত্রী অপেক্ষামান থাকে অথবা একটি অঞ্চল যা অভিপজিশনের জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া কিছু সামাজিক প্রজাতি সরে আসে এবং জোড়া পূর্বক টেরিটোরিকে রক্ষা করে।
Calopteryx যা Diamorphic টেরিটোরিয়াল পুরুষ প্রজাতি অন্য পুকুষ প্রজাতিকে আক্রমণ করে এবং স্ত্রী প্রজাতির সাথে Copulate করার উদ্যোগ নেয়। উদাহরণস্বরুপ Libellula যাতে Sexual diamorphism থাকে না, যেখানে tertiorial পুরুষরা পুরুষ এবং স্ত্রী উভয় প্রজাতির সাথে Copulate করার উদ্যোগ নেয়। Johnson (১৯৬৪) বর্ণনা করেন- কোন Territory পুরুষ প্রবেশকারী এতে তাড়িত হতে পারে কিন্তু Mating এ উদ্যোগ নেয়ার জন্য নেতৃত্ব দেয় যাতে এমন আচরণ প্রদর্শন করে যা একটি territory রাজার মত ক্ষমতা অর্জন করে। একই পুরুষ প্রজাতি দ্বারা কয়েক দিনের মধ্যে একটি territory পরিবর্তন হয়ে যেতে
পারে। যা নিম্নে চিত্রের মাধ্যমে দেখানাে হল-
একই ধরনের আচরণ syrphid মাছি Volucella sp. তে দেখে বিজ্ঞানী Collett এবং Land ১৯৭৫ পরীক্ষার মাধ্যমে এই ধরনের আচরণ Syrphid মাছি Eristalis এ পর্যবেক্ষন করেন। Alexander (১৯৬১) field cricket এ প্রতিহিংসামূলক (Aggression) এবং territorial আচরণ পর্যবেক্ষণ করেন। যখন দুটি পুরুষ প্রজাতি একে অন্যের কাছে আসে তখন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া শুরু হয় এবং প্রজাতিদ্বয়ের মধ্যে পুনরায় এরপ ভীতি প্রদর্শনমূলক আচরণ পর্যবেক্ষণ করেন।
Alexander agression-এর উপর ভিত্তি করে ৫টি Level চিহ্নিত করেন। এ ধরনের আচরণ বিভিন্ন পুরুষ প্রজাতিতে কিংবা একই ধরনের পুরুষ প্রজাতিতে দেখা যায় যা Cricket এ একটি hierarchy অনুসরণ করা হয়। যেমন- Copulation, territorialy এবং বর্তমান fighting. Fighting বা যুদ্ধ সাধারণত Antenna-র Lashing এর মধ্যদিয়ে শুরু হয়। আবার অগ্র পা এর মাধ্যমে হতে পারে। কবনও বন্ধ ম্যাণ্ডিবল খােলা হওয়ার মাধ্যমে হতে পারে।
একটি ছােট প্যাচানাে যুদ্ধে লিপ্ত হয়। রং বর্ণের এ যুদ্ধ তৈরি হয়। কিছুক্ষণ পর সূর্যের ফোঁটা ফোঁটা আলােতে একজন ফিরে যায়। যা নিম্নের চিত্রে দেখানাে হল-
Davies-এর পরীক্ষা থেকে এটা প্রতীয়মান হয় যে, যে যুদ্ধে জিতে যায়, সে অন্য সদস্যের তুলনায় আকার আকৃতি ও শক্তিতে বেশি থাকে যা সূর্যের আলাের সাথে চলে ফিরে যায়। যে Spiral যুদ্ধটি Spot কে কেন্দ্র করে ঘটে থাকে এবং সত্যি তা অনধিকার প্রবেশকারী গ্রহণ করতে তৈরি হয়। এ ধরনের আচরণ সম্পূর্ণ Courtship কোন প্রকার ক্ষয়ক্ষতি ব্যতিরেকে সম্পন্ন হয়। তবে প্রশ্ন জাগে কিভাবে টেরিটরিটি পরিবর্তিত হয় এবং কিভাবে অনধিকার প্রবেশকারী বনের ধারণকৃত অঞ্চলে Mating spot তৈরি করে।
দারুন
ReplyDeleteধন্যবাদ
Deleteভাইয়া html যেটা কপি করে বানাবো সেটা কি দেওয়া যাবে?
ReplyDeleteএইচ টি এমএল বলতে কি বোঝাতে চাইছেন বুঝতে পারিনি। কিন্তু হ্যা, আমাদের কন্টেন্ট গুলা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।
Delete